আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেবেলা ০১

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

রাতের বেলা ঘুমের খেলা স্বপ্ন দেখা সারাবেলা হাজার হাজার রঙের মাঝে ভীষণ নাজুক ছেলেবেলা। মাঝ-পুকুরে শাপলা ফুটে ভীষণ রকম বায়না বুকে শাপলা আমায় দিতেই হবে কান্নাকাটির হল্লা চুকে। বিকেল বেলার রাস্তাঘাট দস্যি ছেলে মাতায় মাঠ কানামাছি, গোল্লাছুট আর বউছি খেলার বসে হাট। চাচা মামার ভীষণ শাসন মারামারি এবং ভাষণ এক কানেতে ঢুকতে দিতাম অন্য কানে সঞ্চালন। পাশের বাড়ীর আম বাগানে মাঝে মাঝে ফুলের বনে দস্যিপনার মেলা হত রাত্রি এবং দিন যাপনে। পুকুর ধারে নেবুর তলে জ্বোনাকগুলো নেভে জ্বলে কান পাতলেই বুঝতে পারি ছেলেবেলা যাচ্ছে চলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।