আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেবেলা ০৮

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

দস্যি ছেলের গল্প বলি শোন--সেই এক দেশে এক যে ছিল দস্যি ছেলে ভীষণ রকম পাজি সে। সারাটা দিন অর্থহীন টো টো করে ঘুরাঘুরি শুধু কখনো বোনা গাছের চারা কখনো বা খোঁজা মধু। পড়তে বসা হয়না যে তার কাজ পরে রয় বেশ কাজের পরে কাজ সে করে হয়না যে তার শেষ। পাড়ার ছেলে বিল্লা সাজু এবং আজাদ সুজা এদের নিয়ে মহান কাজে সারাটা দিন গুজা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।