জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
একবার যদি ফিরে পেতাম ছেলেবেলার দিন
দুহাত ভরে শোধে দিতাম সেসব দিনের ঋণ।
বন্ধু এবং স্বজন পড়শী একসঙ্গে মেলে
স্বপ্নগুলো কুড়িয়ে নিতাম সদাই হেসেখেলে।
আবার তুমি ফিরে এসো ছেলেবেলা ভাই
এ জীবনে তোমায় আমি বারে বারে চাই।
তোমার স্মৃতি তোমার কীর্তি আজও অমলিন
ছেলেবেলা আজও খুঁজি খুঁজবো চিরদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।