কল্যাণীয়াসু, তুমি কবিতা ও গল্প চেয়েছ বোধ হয় তোমার বিশ্বাস আমার বয়স ৭২-এর উল্টো অর্থাত্ ২৭। দেহমন দুই ক্লান্ত অথচ অপরিহার্য কাজের দায় আমার বিশ্রাম এবং সমস্ত অবকাশ চেপে বসে আছে। মস্তিষ্কের প্রতি অতিমাত্র অত্যাচার করেছি বলে সম্প্রতি সে হরতাল করেচে—তাকে ঠেলা দিলেও সে সাড়া দেয় না। স্থির করচি ঠিকানা না রেখে দূরে কোথাও অজ্ঞাতবাসে যাত্রা করব। তোমরা নিশ্চয়ই কঠিন হূদয় নও, তোমাদের কাছে করুণা প্রত্যাশা করতে পারি। আমার আশীর্ব্বাদ গ্রহণ করো। ইতি—১৩ অক্টোবর ১৯৩৩। শুভাকাঙ্ক্ষী রবীন্দ্রনাথ ঠাকুর (প্রথমা প্রকাশন কর্তৃক প্রকাশিতব্য রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ গ্রন্থ থেকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।