আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রন্থিত

খুকি যখন নিরাবরণ দেহ, রাখলো খুলে মধ্যরাতে,জলে- জোনাকীদের লুকিয়ে নিলো পাতা, জ্যোৎস্না ছুটে পালালো জঙ্গলে...........

বৈশাখী,সুপর্ণা ইত্যাদি স্টপেজ পেরিয়ে অতয়েব সরীসৃপ এই মফস্বঃল। বাঁদিকে মোড় ঘুরে সমতালিক মিষ্টান্ন ভান্ডার। আর চারতলার বিছানায় অশক্ত বৃদ্ধার রাজপাট- মহাকাশ-যানের ক্লান্তি আজও প্রদক্ষিণ ঘর-কন্না-ঘর-কন্না-ঘর এবং তেপান্তর আজও স্বপ্নলীন… এসব পুর’নো শব্দে বাচালতা অনেকেই পুরুষ জেনেছে বহুকাল। অনেক পুরুষই বেহদ ভুলেছে ধলেশ্বরীসম। নিছক ও নিপাট গ্রাম, ঘন নাভিদেশে চৈত্র রেখে গ্যাছে সীমিত পাঁজরের খেলা, অভিযান। (এই ছবিটি আলোকবর্ষের আঁকা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।