আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রন্থিত কবিতা (২০০৫─২০১০)।



গুহা যখন পাহাড় ভেঙে পড়ছিলো আর মাঝে মাঝে জলপ্রপাতের আয়না এসে ঝিলিক দিচ্ছিলো আমাদের বদ্ধ চোখে, নৈরাজ্যের শব্দে এফোঁড়-ওফোঁড় হয়ে বহু ওপরে উথলে উঠছিলো সমুদ্র..., আমরা তখন বসেছিলাম গুহার ভেতর, এলোমেলো পাথরের ওপর, শ্বাপদ ও সরীসৃপ, স্থির আর জড়সড়। একটি মথ শুধু একবার উড়ে গিয়েছিলো এদিক থেকে ওদিক আর আমরা সকলেই ছিলাম অপেক্ষমাণ, চিত্রতারকাময়, অন্ধকার গুহায়। .......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।