আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রন্থিত কবিতা (২০০৫─২০১০)।



ফণা এইতো বিদ্যুৎ─আর সাপের খোঁড়লে হাত বাড়িয়ে আমি ঝটকায় তুলে এনেছি তীব্রতম ফণা─পাশেই ঢোলকলমির শাখায়-পাতায় দোল খাচ্ছে সবুজ-টিপ চন্দ্রমুখি আর তিরতির বয়ে-চলা পাতার নদীতে বিন্দু বিন্দু রঙধনু ঝিলিক দিয়ে ছড়িয়ে যাচ্ছে দিকচক্রবালে। একদিন নক্ষত্রনীলাভ রৌদ্রে এইসব স্মৃতি আর ধুলিকণা নিয়ে যখন হেঁটে যাচ্ছি লোকালয় থেকে দূরে─ক্রমশই দূরে আরো সরে সরে যায় লোকালয়, তার বিন্দুরঙিন ঝিকিমিকি, পথে পথে ছড়ানো গরল এড়িয়ে, পিছু পিছু হেঁটে আসে একপাল রঙিন সারস, যেন কোনো চন্দ্রসকালে তারা একে একে বেরিয়ে এসেছে এক অলস কোটর ফুঁড়ে, কুয়াশায়, সমুদয় বৃত্ত ঘিরে ঘিরে। ..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।