পথ
তরমুজের ফালির মতো আমরা দিন ও রাত্রির নমুনা
সংগ্রহ করলাম।
আমাদের দিনের নমুনায় ছিল─পথিপার্শ্বে মাটির দোতলা
বাড়ির জানালায় গিটারবাদক নেপালি বালক, যেন মহারাজার
সদ্য-ছেঁড়া মুক্তার মালা টুংটাং খসে পড়ছে বহুতল কাচের
প্রাসাদে। সেইসাথে এসে মিশছে আধাগৃহস্থ মোরগের
দীর্ঘপ্রলম্বিত লাল সংগীত।
রাত্রির নমুনায় আমরা নিলাম সেই একই পথের রেখা।
কংক্রিটের উজ্জ্বল নদীতে তারকাচূর্ণ ও অভ্রের সংকেতে যে
পথ আমাদের হাঁটিয়ে নিয়ে যায়।
অথচ যে-গ্রহে আমাদের যাবার কথা ছিল তার মহাঘনায়মান
মেঘের গভীরে কুলের শাঁসের মতো পৃষ্ঠ এখনো লাভায় লাল।
সেখানে সূর্য ছয়মাস হেঁটে যায়, ছয়মাস দীর্ঘ রাত্রি তার
পিছু পিছু হাঁটে।
. . . . . .
পেইন্টিং: নান্নু মাহবুব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।