একজন নির্ভিক পুংটার কোন বন্ধু নেই।
মুসার ১৬ কোটি গাছ ও একজন সাদা হুজুর নিয়ে কিছু প্রশ্ন।
১# ১৬ কোটি কি গাছ?
২# ১৬ কোটি গাছের দাম কত?
৩# ১৬ কোটি গাছ উনি কোথায় লাগাবেন?
৪# ১৬ কোটি গাছ বড় হতে কতদিন লাগবে?
৫# ১৬ কোটি গাছ রক্ষণাবেক্ষণ কে করবে?
৬# ১৬ কোটি গাছ কারা লাগাবে?
উত্তর : (আমি যদি মুসা হতাম এবং আমার যদি একজন সাদা হুজুর থাকতো)
১# ১৬ কোটি ধইন্চা গাছ। (আমার উত্তরটি ভুল হলে আপনারা সুধরে দিন)
২# যদি ১টি গাছের দাম ১০ টাকা হয় তাহলে ১৬ কোটি গাছ=১৬০,০০,০০,০০০ টাকা।
৩# একটা গাছ লাগাতে যদি ১ স্কায়ার মিটার যায়গা লাগে তাহলে ১৬ কোটি গাছ লাগাতে ১ এর সাথে ১৬ কোটি গুন দিয়ে ১০০০ দিয়ে ভাগ দিলে যত হবে তত স্কায়ার কিলোমিটার যায়গা লাগবে।
যা কিনা সমগ্র বাংলাদেশের প্রায় ১১% যায়গা।
৪# ধইন্চ্যা গাছ ছাড়া ভাল একটি গাছ বড় হতে ১০ বছর লাগে।
৫# ১জন প্রতিদিন যদি গড়ে ২৫টি করে গাছ লাগায় তাহলে তার ৬লক্ষ ৪০ হাজার দিন লাগবে ১৬ কোটি গাছ লাগাতে। চার বছরে ১৬ কোটি গাছ লাগাতে প্রতিদিন ৪৩৯ জন মানব সময় লাগবে। এরপর ঘেরা দেওয়া, পানি দেওয়া, ছাগল তাড়ানো এসব আছে।
তবে সাদা হুজুরের ফুতে কিছু কাজ হতে পারে।
৬# আমি ও আমার সাদা হুজুর ও আমার যত সাঙ্গপাঙ্গ (!) লাগাবে।
এখন কথা হলো, গাছ কে দেবে? টাকা কোথায় পাবো? এত গাছ কোথায় আছে?
উত্তর: স্পন্সর দেবে। স্পন্সর দেবে (পকেটে যাবে)। যদি দেশে গাছ না পাই তাহলে চায়না থেকে গাছ আমদানী করবো।
দরকার হলে বড় সাইজের প্লাস্টিকের গাছ লাগাবো। রক্ষনাবেক্ষনের সবিধা হবে। ছাগলে খাবে না, পানি দিতে হবে না।
বি:দ্র: গাছ লাগানো অবশ্যই ভাল। সাথে আমাদের এটাও চিন্তা করতে হবে, যে পরিকল্পনা আমি নিয়েছি তা কতটুকু বাস্তব সম্মত।
এর থেকে যে কটি গাছ এখনও এ দেশে জিবিত ও পরিপক্ক আছে সেগুলোকে বাচিয়ে রাখার অভিযান চালানোই উত্তম। সাথে কিছু নতুন গাছ এবং সাদা হুজুরের ফু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।