এভারেস্টজয়ী ও’মাহনী দাবি করেছেন, হিমালয়ের চূড়ায় বাংলাদেশের মুসা ইব্রাহীমকে দেখেছিলেন তিনি।
মুসার ফেইসবুক পাতায় মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতেই ও’মাহনিকে মুসার এভারেস্ট জয়ের কথা বলতে শোনা যায়।
এভারেস্ট জয় নিয়ে চলমান বিতর্কের মধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থানরত মুসা জানিয়েছিলেন, তিনি দেশে ফিরেই তার কৃতিত্বের প্রমাণ দেবেন।
সম্প্রতি এভারেস্টজয়ীদের নিয়ে প্রকাশিত নেপালের পর্যটন মন্ত্রণালয় এবং নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রকাশনা ‘নেপাল পর্বত’-এ মুসা ইব্রাহীমের নাম পাওয়া যায়নি।
এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম স্বীকৃতি পেলেও তার এই কৃতিত্ব নিয়ে বাংলাদেশের অনেকেই সন্দেহ পোষণ করে আসছিলেন।
নেপাল পর্বতে মুসার বদলে এম এ মুহিতের নাম থাকার বিষয়টি গত শনিবার একাত্তর টেলিভিশন প্রকাশ করলে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
মুসাকে নিয়ে সন্দিগ্ধদের বক্তব্য, এভারেস্টজয় নিয়ে মুসার যে গল্প তাতে সর্বোচ্চ চূড়ায় তার ওঠার অভিজ্ঞতার বর্ণনা পাওয়া যায় না।
মুসার ফেইসবুক পাতায় থাকা ভিডিওতে তার বন্ধু ও’মাহনীকে বলতে শোনা যায়, “আমার মনে কোনো সন্দেহ নেই যে মুসা এভারেস্টের চূড়ায় উঠতে পেড়েছিলেন।
“তার সঙ্গে আমার দেখা হয়েছিল থার্ড স্টেপ এর চূড়ায়, যেটি এভারেস্টের চূড়ায় ওঠার শেষ প্রতিবন্ধকতা।
এরপর যখন মুসার ছবিগুলো দেখলাম, সেই উজ্জ্বল কমলা রংয়ের জ্যাকেট, হাতে বাংলাদেশের পতাকা, সেই একই শেরপা। আমার মনে একদমই কোন সন্দেহ নাই যে মুসা পেরেছিল। ”
ব্রেন্ডন ও’মাহনি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।