বিকৃত ঐশী গ্রন্থ তাওরাত বা ওলড টেস্টামেন্ট হিসাবে পরিচিত মুসার বানী সংকলিত হয়েছিলো তার মৃতু্যর হাজার বছর পরে।
সেখানে একটা তথ্য আছে- মুসাকে কিংবা মুসার আত্মাকে তৈরি করার পর ইশ্বর বিশ্ব তৈরিতে আগ্রহী হলেন। তার আত্মা বয়েসে মহাবিশ্বের চেয়ে বড়। তার উপর ইশ্বরের অনুগ্রহ এবং তার সাম্ভাব্য পূর্বপুরুষদের নিয়ে বিশাল মাপের সংকলনটা যেহেতু হাজার বছর পরে করা হয়েছে তাই সেখানে আসল কথাবার্তা নেই। এটা বিকৃত হয়েছে সেজন্যই।
সেই একই কারণে নিউ টেস্টামেন্ট গ্রহন যোগ্য না। ওটা আবার কতিপয় ইশা সাহাবাদের রচিত জীবনিগ্রন্থ।
এ কারণেই কোরান মহান। এটা অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। সমস্যা অনেকগুলো আছে।
সুমেরীয় আর ব্যাবীলনীয় সভ্যতার গালগপ্পের সাথে এই সব গ্রন্থের বর্ণনার মিল নিয়ে আলোচনা করলে সেইসব হিত্তীয়, সেইসব অভিশপ্ত মানুষের গালগপ্পকে বেশী গুরুত্ব দেওয়া হয়।
তবে আমার ভালো লাগে এটা ভেবে শয়তান তৈরি কিংবা শয়তানের জন্ম বিষয়ে তাওরাতে অভিমত মুসলিমরা ছিনতাই করেছে। একই ভাবে ছিনতাই করেছে মুসার প্রথম আত্মা হওয়ার কৃতিত্ব।
এইসব বক্তব্য আসলে নিজেদের গুরুত্ব আর প্রাধান্য প্রকাশ করার জন্য একটা চমৎকার কৌশল। আমাদের প্রশ্ন না করার স্বভাব আর সহজাত বিশ্বাসের সমস্যা এটাই।
আমরা ছোটো বেলা থেকে শুনে আসা বিভিন্ন বিষয়কে এত সহজ ভাবে বিশ্বাস করে তর্কের সময় যুক্তি হিসাবে তুলে ধরি এটা সঠিক কোনো আচরণ হতে পারে না।
আরও সচেতন হয়ে বক্তব্য প্রকাশ করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।