আমাদের কথা খুঁজে নিন

   

মুসার ৪৫ লক্ষ টাকা কোথায়? ইউরোপ ম্যারিকা থেকে এর চাইতে কম টাকা লাগে।

/\\//\\//\\//\\//\\//\\//\\//\

দেওয়ান হুমায়ুন বলেছেন: মুসার ৪৫ লক্ষ টাকা কোথায়? ইউরোপ ম্যারিকা থেকে এর চাইতে কম টাকা লাগে। মুসার কেনু এত টাকা লাগেছে জানেন কেউ? মুসা তার সব টাকা দিয়ে একজন শেরপার (যার নাম আমাদের তথ্য ভান্ডারে ইতিমধ্যে জমা পরেছে) কাছ থেকে কয়েকটা ফটু কিনেছে। মুসা ক্যাম্প ৩ পর্যন্ত গিয়েছিল। সেখানে সে মউজ মাস্তি করেছে, অন্য মাউন্টেনিররা যখন কষ্ট করে পাহার বেয়ে উঠছিল তখন মুসা আরাম করে আঙ্গুল উচিয়ে ছবি তোলেছে। শেরপারা টাকা পেয়ে প্রেয়ার ফ্ল্যাগ সেলাই করে দিয়েছে।

মুসা পাহারে না উঠে শুধু আঙ্গুল তোলেছে। তার ছবির এক পাস টাকা দিয়ে ঘোলা করে দেয়া হয়েছে। মুসার ছবি এভারেষ্টে তোলেছে এটা সত্য। এভারেষ্ট চূড়োয় তোলা হয়েছে সেটা মিথ্যা। শেরপারা এভারেষ্টে যা ইচ্ছা তাকরে বেরাচ্ছে।

তাদের বিচার করার কেউ নেই। আসুন নেপাল সরকারকে আমরা শেরপাদের বিচারে বঅধ্য করি। শেরপাদের চিপে ধরলে মুসার চক্রান্তের ব্লপ্রিন্ট বেড়িয়ে আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.