আমাদের কথা খুঁজে নিন

   

কেউ খেলেন রুটি-কলা কেউ কেবল পানি

অন্য দশ জায়গার মতো ইফতারির তেমন একটা আয়োজন চোখে পড়ে না হাসপাতালে। রোগী নিয়েই স্বজনরা ব্যস্ত, ইফতার নিয়ে ততটা মাথাব্যথা নেই। হাতের কাছে যা পান তা দিয়েই ইফতার সারেন। কেউ কেউ পাউরুটি-কলা আবার কেউ শুধু পানি দিয়েও ইফতার করেন। কেউ কেউ বাইরে রাস্তার পাশ থেকে ইফতারসামগ্রী কিনে আনেন।

চিকিৎসক, সেবিকাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে অথবা বাইরে থেকে কিনে এনে ইফতার করেন। রোববার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে সরজমিন গিয়ে এমন চিত্রই চোখে পড়ল। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বেশিরভাগ এটেনডেন্ট রোগী নিয়েই ব্যস্ত। কেউ কেউ রোগী সামলাতে ইফতারের ফুসরতই পাননি। কেউ রোগীর জন্য আনা কলা ও পাউরুটি ইফতার হিসেবে বেছে নিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.