আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যমন্ত্রী এভাবে মার খেলেন, দোষী কারা?

গণমাধ্যমকর্মী, চেয়ারম্যান - উন্নয়নের জন্য প্রচারাভিযান, সদস্য সচিব - সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন।
মাননীয় তথ্যমন্ত্রী এভাবে মার খেলেন। তাও বিদেশের মাটিতে। দোষী কারা? কারা তাকে এভাবে মারলেন? তারা কি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই কি মন্ত্রী মহোদয় কে এভাবে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারলেন, না কি অন্য কিছু। পায়েরও ব্যবহার হয়েছে বলে অনলাইনের সংবাদগুলোতে উঠে এসেছে।

মন্ত্রী অবশ্য বলেছেন, হামলা রাজনৈতিক চক্রান্তমূলক । এখন প্রশ্ন সেই চক্রান্তকারী কারা। শেষ সময়ে মন্ত্রী হয়ে কাদের চক্ষুশুল হলেন। ব্যাপক ভাবে গুঞ্জন চলছে। মন্ত্রী মার খাওয়ার সময় হাইকমিশনের দুজন প্রটোকল অফিসার ছাড়াও সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরোজা হক।

এটিএন বাংলার অনুষ্ঠান শুরুর আগে অভ্যর্থনা কক্ষে বসে প্রস্তুতি হিসেবে মন্ত্রী কাগজে নোট নিচ্ছিলেন। তখন দুজন যুবক সেখানে গিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চান। মন্ত্রী তাদের পরিচয় জিজ্ঞেস করামাত্রই তারা মন্ত্রীকে যে না সেই অবস্থায় পেটাতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ঐ দুই যুবক কিভাবে অভ্যর্থনা কক্ষ পর্যন্ত পোঁছালো? না কি ঐ দুই যুবক তাদেরই লোক? আর একটি প্রশ্ন বার বারই ঘুরপাক খাচ্ছে এই ক্ষুদ্র মাথায়। মন্ত্রীকে পেটাচ্ছে (চড়-থাপ্পড়, কিল-ঘুষি) তাকে আগে উদ্ধার না করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন সাংবাদিকরা।

মন্ত্রী যে দলেরই হয়ে থাকুক না কেন তার মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার। ছবিটি যে সংবাদ থেকে নেয়া
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.