প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ইদানিং চোখ বুজলে আমি শাঁই শাঁই উড়ে যাই
গ্রহ হতে গ্রহান্তরে, মহাশূন্যের ব্যাপ্তির প্রসারণে
পাখাহীন উড়ে উড়ে আবার নেমে আসি আপন বিছানায়
দেখি প্রেয়সী আমার নাক ডেকে অঘোর ঘুমায়।
বিনাভিসায় উড়ে ঘুরে এলাম নেলসন ম্যান্ডেলার দেশ
হে প্রেয়সী আমার শুধু শরীরের প্রয়োজনে শুয়ে থাকো
ফুলতলা বিছানায়
কখন আবার হাল জুড়ে ভূমি চাষের সময় হবে
মনেতে শুধু সেই স্বপ্নই আঁকো।
ইদানিং হাওয়ার সাথে কথা বলি
আকাশের সাথে সঙ্গম হয়,
তোমাতে মন উবেঁ গেছে কবে যেন
শরীরহীন প্রেয়সী এক আমাকে লগ্ন করে, নগ্ন করে
মিশকালো রাত্রির গভীরে।
২১.০৭.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।