প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। পিছনে ফিরে কী পাবে ? শুধু দুঃখ আর যাতনা __
হারানোর ব্যথাসকল তোমার চোখে বর্ষা নামাবে।
কে তোমাকে ভালোবেসে দিয়েছে কষ্ট-যাতনা__
কে কথা দিয়ে কথা রাখে নাই, কটু বলছে কে কবে ?
পিছনে ফিরে দেখি না, তবু দিবালোকে স্বপ্নরা __
দৃশ্যপটগুলো চোখের সামনে তুলে ধরে যেন বায়েস্কোপ :
জীবনে যে আমার জন্য ছিলো অধরা ;
তাকে হাতের মুঠোয় কাছে পাই, কমে ব্যথার প্রকোপ।
বাস্তবে পাইনা কিছু আর, সীমানা প্রাচীর ভেদ করে অতিবাস্তবে
পাই রাজার দুলারী। হাওয়ার শরীর তাদের, হাওয়ার স্তন __
হাওয়ার মিঠাইয়ের মতোন পান করি যেন নবান্নের উৎসবে :
তারায় ভরে যায়, বাঁকা চাদ জোছনা বিলায় __ অবারিত গগণ।
পিছন ফিরে দেখিনা, তবু পটে আঁকা চিত্র ভাসে মনে
দুঃখ নেই, প্রতিরাতে মিলন হয় রাজার দুলারীর সনে।
২৫.০৭.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।