হাওয়ার প্রেম
পৌছে গেছে প্রান এক হাওয়ার জগতে,
যেখানে হাওয়াই জীবনের অন্যতম শক্তি আর সম্পদ
বাকি সব কেবলই ভ্রান্তি, কেবলই ছলনা।
হায়, বেদনা পরাণে জাগে,
হাওয়ার প্রেমের প্রেমিক আমি
পারিব না দেখিতে কায়া তার,
না পারিব স্পর্শ্ তারে ক্ষণিকের তরে;
কেবল লেখা, কেবলই আঁকা
অজানা কল্পনার রঙীন রঙে।
এত প্রেম ছিল এই প্রাণে,
হায়, জানে নাই প্রাণ আমার।
এখনও কি জানে এই পরাণ?
এই হাওয়ার জগতে
এত প্রেম, এত ভালবাসা
বল আমি বুঝি কেমনে,
কেমনে বহি এই প্রণয় ভার?
ওগো কালের আধুনিক,
প্রনয়কাক্ষী প্রমাণ প্রেমের,
সব ঠেলে জলে ফেলে
প্রেমের দূর্জয় প্রাসাদ গড়ে
কপট ছলনায় কোন ভ্রান্ত সুখ খোঁজ,
কারে ঠকাও কিংবা জেতাও এই বেলা?
সে কে?
কে সে?
সে আর কেউ নয়,
সে যে প্রনয় অভিলাষী তোমার হৃদয়।
মোঃ মনিরুজ্জামান
২৫ জানুয়ারী ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।