আমাদের কথা খুঁজে নিন

   

হাওয়ার জন্যে বিষাদ

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

হারাম সে গন্ধম খেয়েছে হাওয়া বিবি আগে, কোরানে তা যায় না পাওয়া, সারল্যে মজে কৃত সে পাপের দায় একেলা যে তার, মেলে না তো সায়। মিছেমিছি তার নামে তবু সব দোষ চাপিয়ে বানায় সবে নন্দিনী ঘোষ। জানি তুমি এ বিষয়ে আগাগোড়া সাফ পতিত করেছো দোঁহে করে দিছো মাফ। জান্নাত থেকে করে বাস উচ্ছেদ থামেনি সে মরদুদ শ'তানের জেদ। কৌশলে পুরুষের দিলে শেষমেশ বুনে দিলো সযতনে নারী বিদ্বেষ। জননীর নামে তাই দেয় অপবাদ মনে জমে বিস্তর বিশালী বিষাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।