আমাদের কথা খুঁজে নিন

   

খুনির দণ্ড, মওকুফ রাষ্টপতির

সদা নিরুপায় তবুও অকুতোভয় এ বঙ্গমাতা আবার দেখলো বাংলাদেশের আইন এবং আইনের ব্যবহার ! এবারের ম্যাচটি ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতে। বোলার তো যাচ্ছে তাই। তাই ভিভিআইপি দর্শক সাড়িতে বসা থাকা তাহের এন্ড কোং এর গুনধর প্রজন্ম বিপ্লবের জন্য রাষ্ট্রপতির একটু নাচুনি শট। ফলাফল বিপ্লব বাহিনীর জন্য খুশির বন্যা। সেই সঙ্গে ক্ষমতার দাপটের কিছুটা প্রদর্শনী।

দেখ, আমরা সবই করতে পারি। মেরে কেটে টুকরো টুকরো করে দেবো, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। অবশ্য কিছুটা সময় কোর্ট কাছারিতেই যায়। সমস্যা নেই ক্ষমতা আছে না ! আজ বিএনপি এটাকে ধরেই আবার রাজনীতি শুরু করে দিয়েছে। কিন্তু তারাও তো এমন ম্যাচে নিজেরাও খেলেছিল।

তারা তো ঝিন্টুকে ক্ষমা করে দিয়ে বিএনপি করেছে ঋনি। পারলে তো আমাদের জাতির কর্নধার এ দুটি দল এ নিয়েই রাজনীতি করতে করতে শহীদ হয়ে যাবে। কি দরকার রে বাবা তোমরা তোমরাই তো। একবার তোমরা করবা, আরেকবার ওরা করবে। আর আমরা তোমাদের চুলাচুলি দেখার জন্য তো আছিই।

১৬ কোটি মানুষ তোমাদের জন্য দর্শক। ধিক তোমাদের রাজনীতির কৌশলকে, নীতিকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.