ব্যস্ত রাস্তায় ধাক্কা দিয়ে উধাও হয়ে গিয়েছিল বেপরোয়া চার চাকা৷ ফিরেও তাকায়নি কেউ৷ দু'ঘণ্টার টানা রক্তপাতে মারা যান বাণিজ্যনগরীর উদাসীনতার শিকার বিনীত সাঞ্চেতি৷ কিন্তু উদাসীন আর থাকা যাচ্ছে না৷ ফেসবুক, টুইটার থেকে গোটা আন্তর্জালে ছড়িয়ে গিয়েছে তার নাম৷ সৌজন্যে তার ছোটবেলার বন্ধুরা৷
গত শনিবার ভারতের পানভেলের জেএনপিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত বিনীতকে যে গাড়িটি ধাক্কা দিয়েছিল, তার চালককে শনাক্ত করতে সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন তার স্কুল কলেজের পাঁচ বন্ধু ধাওয়াল ওঝা, হৃষিকেশ জোশী, রবি গৌর, প্রশান্ত সম্পত ও রোল্যান্ড গোটুর৷
'জাস্টিস ফর বিনীত' নামে একটি ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক ও টুইটারে খোলা হয়েছে অ্যাকাউন্ট, ফেসবুকে যার লাইক সংখ্যা ইতিমধ্যেই ৪০৬৷ সেই চালকের খোঁজ দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেছেন তারা৷
শনিবার বিকেল ৪টে নাগাদ বিনীতের ইয়ামাহা আরএক্স ১০০ বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি৷ গাড়িটির হুইল ক্যাপ থেকে পুলিশের অনুমান, সেটি একটি মারুতি ভ্যান৷ তার শরীর থেকে প্রচুর রক্তপাত হওয়া সত্ত্বেও দীর্ঘক্ষণ তার সাহায্যে এগিয়ে আসেনি কেউই, যদিও ওই এলাকা যথেষ্ট জনবহুল৷ রাস্তায় যানজট সৃষ্টি হলে কাছের থানায় ফোন করা হয়৷ প্রায় পৌনে পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ তার দুটি পা ভেঙে গিয়েছিল, কান ও নাক থেকে প্রচুর রক্তপাতও হচ্ছিল৷ সাড়ে ৬টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ সোমবার সকালে রাজস্থানের দিলওয়ারায় তার বাড়িতে সম্পন্ন হয় বিনীতের শেষকৃত্য৷
বন্ধুদের উদ্যোগের পাশাপাশি অবশ্য বসে নেই পুলিশও৷ কামোঠে থানার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে, তদন্ত শুরুও হয়েছে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।