Speak no evil, hear no evil, see no evil. ভাইরে, কি বলিবো!!! ভাষা নাই!
আমার স্ত্রী সামু বেশী পড়েন না যাহা আমার বান্দরামীর জন্য সুখকরই বটে! কিন্তু সেদিন!!!!
আমি সামু পড়িতে পড়িতে রুমের বাহিরে গিয়াছি। আসিয়া দেখি আমার স্ত্রী কম্পিউটারের সামনে বসিয়া গভীরভাবে কি যেনো দেখিতেছেন! আমাকে দেখিয়া জিগ্গাসা করিলেন:
স্ত্রী: এই শোনো, লুল প্রজাতি মানে কি!???
বান্দর: (আমার চক্ষু তখন চড়ক গাছ!) ওহ লুল! লুল না লুল না আসলে ঐটা হইবে চুল প্রজাতি, বানান ভুল করিয়াছে মনে হয়! (আমার বাণ্দরামী বুদ্ধি তাৎক্ষনীক কাজে লাগিলো!) যেসব প্রানীর মাথায় চুল আছে তাহারাই লুল প্রজাতির, যেমন মানুষ, সিংহ ইত্যাদি!
স্ত্রী: তাহা হইলে তো সবই লুল প্রজাতির!!
বান্দর: না না না। অনেকের মাথায় চুল নাই যেমন পাখি, গরু ইত্যাদি!
স্ত্রী: ওহ তাহাই হইবে হয়তো। পোলাপাইন বানানও করিতে শিখে নাই। স্কুল কলেজে কি পড়ায় কে জানে! তবে লুল নাম টা আমার মনে ধরিয়াছে! লুল লুল লুল লুল!!! ওয়াও!!
বান্দর: (আমি মনে মনে প্রমাদ গুনি) আরে বাদ দাও।
পোলাপাইন! আর যাহা চুল তাহাই লুল, একই কথা!
স্ত্রী: হুমম! এখন খাইতে আস!
আমি আপাতত: হাফ ছাড়িয়া বাঁচিলাম!
সেই রাতে!!!
বিছানায় আবেগে গদগদ হইয়া স্ত্রী আমার সাথে ঢং করিতেছেন। হঠাৎ মাথায় হাত বুলাইতে বুলাইতে অভিমানের সুরে কহিলেন "এই জান শোনো, তুমি একটু লুল প্রজাতির হইতে পারো না!!??"""
খাইছে!! আমি ভ্যাবাচ্যাকা খাইলাম। ইনি বলে কি!!!!
বান্দর: ইয়ে, মানে ইহার মানে কি?!!!!
স্ত্রী: তোমার মাথার লুল সব পড়িয়া যাইতেছে। আমার পাশে তোমাকে আর মানায় না। আমার লজ্জা লাগে! তোমাকে বুড়া বুড়া লাগে।
তুমি লুল হও না লক্ষী!!! আমি প্রতিদিন তোমার মাথায় ডিম লাগা্ইয়া দিবো। অনেক লুল হইবে হি: হি: হি:!!
বান্দর: হুমম! ঠিকাছে তোমার জন্য লুলই হইবো
স্ত্রী: হি; হি; হি;, লক্ষী লুল আমার তুমি!
আমি মনে মনে অনেক খুশি হই। বুঝিয়া হউক আর না বুঝিয়া হউক স্ত্রী আমাকে লুল হইবার অনুমুতি দিয়াছেন।
একজন পুরুষের পক্ষে ইহার চেয়ে আরা কি বেশী চাইবার থাকিতে পারে!
এখন শুরু হইলো আমার লুল হইবার পালা!!!তবে কিভাবে শুরু করিবো বুঝিতেছি না! হেল্পান!!!!
- আপনাদের ডিসকো বান্দর!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।