আমাদের কথা খুঁজে নিন

   

আমি, তেলাপোকা এবং স্ত্রী

সুন্দর সমর

বাসা থেকে নেটে বসা হয়না, ভয় পাই, স্ত্রীর রক্তিম চক্ষুকে তারপর বাসার নেটের গতি নেই। তবে ঘরে বসে ব্লগিং করার আনন্দ, গিন্নি গনগনে মন্তব্য করছে, পোলাপানরা আশে পাশে ঘুরছে, মিনিটে দশটা করে প্রশ্ন করছে আচ্ছা বাবা ঘুমের মধ্যে মানুষ যে হাটে তা কেনো ওরা টের পায় না। ছোট ছেলে সিরিয়াস প্রশ্ন করল। উত্তর দেয়ার আগেই বড় ছেলে বলল, বাবা টাকার দাম কিভাবে ঠিক হয়? উত্তর দেবো কি দেবো না ভাবছি স্ত্রী বললেন, দেখো দেখো তোমার মাউস ধরা হাতকে তেলাপোকার শুড়ের মতো মনে হচ্ছে হা হা হা তেলাপোকা হলে ভাল হতো। হাসতে থাকি হা হা হা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।