কমিউনিস্ট বিডি'র আর সব লেখার জন্য http://communistbd.wordpress.com হোটেল সেক্টোরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্ববানে আজ এক হাজারের অধিক হোটেল শ্রমিকের এক মিছিল দুপুর সাড়ে ১২ টার দিকে মতিঝিল জনতা ব্যাংকের সামন থেকে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করে । দৈনিক বাংলা মোড়ে পুলিশের বাধার মুখে মিছিল সেখানেই অবস্থান নেয় । তারপর আন্দোলনকারীদের ৬ জনের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়ে একটি স্মারকলিপি জমা দেন । এই ৬ জন হলেন এই সংগ্রাম পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলাম, আব্দুল খালেক, আনোয়ার হোসেন, খলিলুর রহমান খান, মইনুল দেওয়ান এবং মমিন মন্ডল। এর পর এই পরিষদ আগামি ২৬ জুলাই বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে এবং এর মধ্যে দাবি মেনে না নেয়া হলে রমজানের পর লাগাতার কর্মসূচী দেয়া হবে । হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলাম আমাদের একথা জানান হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো: শ্রমিকদের নিয়োগপত্র,পরিচয়পত্র ও সাপ্তাহিক ছুটি প্রদান করতে হবে কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করতে হবে রমজান মাসে বিনা বেতনে ছাঁটাই বন্ধ করতে হবে কাপ-প্লেট-গ্লাস ভাঙ্গাসহ বিভিন্ন জিনিস নষ্টের নামে অবৈধ জরিমানা কর্তন বন্ধ করতে হবে দুই ঈদে বেতনের সমপরিমান বোনাস দিতে হবে মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে বিশ্বমুক্তির বার্তায় উপরের খবরটি পড়ে ভাবলাম , সবার সাথে সেয়ার করা উচিৎ। আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী .....আপনি কী মনে করেণ ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।