প্রথম আলোর বদলে যাও বদলে দাও শ্লোগানের হাত ধরে এখন চলছে শপথ গ্রহন কার্যক্রম, যা সারা দেশে নতুন করে আলোর পথে যাত্রার এক দিক উন্মোচন করেছে। আমি বিশ্বাস করি এতে সত্যিই কিছু ভালো পরিবর্তন আসবে (পরিবর্তন বলছি না, কেননা বেশির ভাগ পরিবর্তনের স্রোতই আলোর বিপরীতে)।
প্রথম আলোতে প্রতিদিনই শপথ'এর পাতাতে একবার হলেও চোখ দেই, ভালো লাগে যখন দেখি মানুষ ভালো পথে চলার জন্য নিজেই বলছে!! প্রথম আলোর স্বার্থকতাটা এখানেই, কাউকে ভাল কাজ করতে বলে কখনো ভালো করানো যায় না, কিন্তু ভালো কাজ করার উদ্যোগটা যখন ভিতর থেকে আসে তখন ভালোর পথে একধাপ এগিয়ে যাওয়াটা খুব একটা কঠিন কিছু হবে না!!!!
এই শপথের পাতায় সেদিন একটা শিরোনাম-এ আমার চোখ আটকে গেল!!!!!
শিরোনামটা ঠিক এমন ---
“মাকে দেখতে যাওয়ার শপথ”
সত্য বলতে শিরোনামটা মোটেও পছন্দ হয়নি। অবশ্য করনীয় কর্তব্য পালনে শপথ নেয়ার কিছু নেই।
নিশ্চয় আমি শপথ নিবো না - 'শ্বাস নেয়ার শপথ' কিংবা 'দিনে অন্তত এক বার পানি পানের শপথ'।
মাকে দেখতে যাওয়া কিংবা মায়ের প্রতি দ্বায়িত্ব পালন এমনই এক অবশ্য করনীয় কর্তব্য ব্যতিরেকে আর কিছুই নয়!!
শিরোনামের পর ভেতরে পড়লাম, সেটা তো ছিল আরো ভয়াবহ, কেননা শপথটা ঠিক এভাবেই নেয়া হয়েছে যে 'বছরে একবার হলেও মাকে গ্রামে দেখতে যাওয়ার শপথ'
অত্যন্ত দুখঃখজনক, অবশ্যকরনীয় ব্যাপার-এ যদি শপথ নেয়ার কথা চলে আসে, তবে ভুল সংশোধন করে এগিয়ে যাওয়ার পথ হয়ে উঠবে বন্ধুর। আর এই শপথ আমার কাছে মা কে তথা মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ এবং দ্বায়িত্ববোধকে অপমান করার শামিল।
আমরা অবশ্য কর্তব্য আর শপথ'কে যেন এক না করি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।