আমি খুবই সাধারণ মিস্ওয়াকের ফযীলত আবু হুরাইরাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, যদি আমার উম্মাতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি তাদেরকে ইশার সলাত দেরীতে আদায় করতে এবং প্রত্যেক সলাতের সময় মিসওয়াক করতে অবশ্যই আদেশ দিতাম। (মুত্তাফাকুন আলাইহ) মিশকাত তাহক্কীক আলবানী হা/৩৭৬। তাবিঈ শুরাইহ ইবনু হানী (রহ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মুল মুমিনীন আয়িশাহ (রাযি) কে জিজ্ঞেস করলাম, রসূল (সা) ঘরে প্রবেশ করে প্রথমে কোন কাজটি করতেন? তিনি বললেন, মিসওয়াক। -মুসলিম ২৫৩ মিশকাত তাহক্কীক আলবানী হা/৩৭৭।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।