আমি খুবই সাধারণ উযূর ফযীলত ও মাসজিদে যাওয়ার ফযীলত আবু হুরাইরাহ (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বললেন: তোমাদেরকে কি আমি এমন জিনিসের কথা বলব না যা দিয়ে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন আর এসব কাজ (জান্নাতেও) তোমাদের পদমর্যাদা বাড়িয়ে দিবে? সাহাবাগণ আবেদন করলেন, হ্যাঁ আল্লাহর রাসূল! অব্যশই। তখন তিনি বললেন, কষ্ট হলেও (অসুখ বা শীতে) উযূ সম্পূর্ণরুপে করবে। (নিজের বাড়ী হতে মাসজিদ দূরে হবার কারণে) মাসজিদের দিকে অধিক পদক্ষেপ রাখবে। এক ওয়াক্ত সলাত আদায়ের পর আর এক ওয়াক্ত সলাতের জন্য অপেক্ষা করবে। আর এটাই হলো রিবাত অর্থ্যাৎ প্রস্তুতি গ্রহণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।