আমি খুবই সাধারণ
মুয়াজ (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সা) আমাকে দশটি বিষয়ে ওয়াসি’আত করেছেন। তিনি বলেন,
১. আল্লাহর সাথে কাউকে শারীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়িয়ে ফেলা হয়।
২. পিতা-মাতার নাফরমানী করবে না, যদিও মাতা-পিতা তোমাকে তোমার পরিবার হতে বের করে দেয় বা তোমার ধন সম্পদ ত্যাগ করার হুকুম দেয়।
৩. সেচ্ছায় কোন ফারয সলাত ছেড়ে দিও না।
কারণ যে ব্যক্তি ইচ্ছা করে ফারয সলাত ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন।
৪. মদ পান করবে না। কারণ মদ সকল অশ্লীলতার মূল
৫. আল্লাহর নাফরমানী ও গুনাহ থেকে বেচে থাক। কারণ নাফরমানী করলে আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়
৬. যুদ্ধক্ষেত্র হতে কখনো পলায়ন করবে না, সাথের লোক মরে গেলেও।
৭. মানুষের মধ্যে মৃত্যু (বালার মতো) ছড়িয়ে পড়লে আর তুমি তখন ওখানে বিদ্যমান থাকলে সেখান থেকে ভেগে যেও না।
৮. শক্তি-সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করবে
৯. পরিবারের লোকদেরকে আদাব-কায়িদ্বাহ শিক্ষা দেবার জন্য শাসন কার ঢিল দিবে না।
১০. আল্লাহ তাআলার ব্যাপারে তাদেরকে ভয় দেখাতে থাকবে।
(মুসনাদে আহমাদ ২১৫৭০)
-মিশকাত তাহক্কীক আলবানী হা/৬১।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।