আমি খুবই সাধারণ উযূর ফযীলত
আবু হুরাইরা (রাযি) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, কোন মুসলিম অথবা মু'মিন বান্দাহ উযু করে এবং তার চেহারা ভাল করে ধুয়ে নেয়। এতে তার চেহারা পানির সাথে সাথে বা পানির শেষ বিন্দুর সাথে তার চোখের দ্বারা কৃত গুনাহ বের হয়ে যায়। যখন সে তার দুই হাত ধোয় তখন তার দুই হাত দিয়ে করা তার সকল গুনাহ পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে সাথে বের হয়ে যায়। ঠিক তেমনি সে যখন তার দুই পা ধোয়, তার পা দ্বারা সকল গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়।
অতএব সে (উযূর জায়গা হতে উঠার সময়) সব গুনাহ হতে পাক সাফ হয়ে যায়।
-মুসলিম,মিশকাত তাহক্বীক আলবানী হা/২৮৫।
এখানে যেসব গুনাহের কথা বলেছে সেটি সগীরা গুনাহ। কারণ কাবীরা গুনাহ তাওবাহ ছাড়া মাফ হয় না।
আল্লাহ আমাদের ক্ষমা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।