আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-৬১

আমি খুবই সাধারণ সলাত ত্যাগ করার পরিণাম ও সঠিকভাবে সলাত আদায় করার ফযীলত আবদুল্লাহ বিন শাক্কীক্ক (রহ: ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা) এর সাহাবীগণ সলাত ছাড়া কোন আমল ত্যাগ করাকে কুফরী মনে করতেন না। ( তিরমিযী ২৬২২) -মিশকাত তাহক্কীক আলবানী হা/৫৭৯। হাদীস সহীহ। যায়দ বিন খালিদুল জুহানী (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি দু'রাকআত সলাত আদায় করেছে, আর এতে ভুল করেনি, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ (সগীরাহ) ক্ষমা করে দিবেন। (মুসনাদে আহমাদ ১৬৬০৬) হাদীসটি হাসান সহীহ মিশকাত তাহক্কীক আলবানী হা/৫৭৭।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।