আমি খুবই সাধারণ ঈমানের স্বাদ
আনাস (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন,রসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তির মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে, সে ঈমানের সঠিক স্বাদ আস্বাদন করেছে। প্রথমত: তার মধ্যে আল্লাহ ও তার রসূলের ভালবাসা দুনিয়ার সকল জিনিস অপেক্ষা বেশী হবে। দ্বিতীয়ত: যে ব্যক্তি কোন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসে। তৃতীয়ত: যে ব্যক্তি কুফরীর অন্ধকার হতে বের হয়ে ঈমান ও ইসলামের আলো গ্রহণ করার পর আবার কুফরীর অন্ধকারে ফিরে যাওয়াকে এতো খারাপ মনে করে যেমন মনে করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে।
–মুত্তাফাকুন আলাইহ, বুখারী ২১, মুসলিম ৪৩।
-মিশকাত তাহক্কীক আলবানী হা/৮।
ব্যাখ্যা:
পরিপূর্ণ ঈমানের দাবী হল, মু’মিনের হৃদয়ে আল্লাহ ও তার রসূলের ভালবাসা এমনভাবে প্রোথিত হবে যে, এই ভালবাসা ছাড়া অন্য কোন ভালবাসা তার কাছে কিছুই না। সব তুচ্ছ। ঠিক একইভাবে মু’মিন যদি কাউকে ভালবাস তবে শুধু আল্লাহকে সন্তুষ্ট ও রাজী-খুশি করার জন্য ভালবাসে, কোন পার্থিব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নয়।
আবার কাউকে যদি ঘৃণা করে ও কারো সাথে শত্রুতা পোষণ করে তবে তা আল্লাহর জন্যই করে। অর্থ্যাত আল্লাহর হুকুম অনুযায়ী কেউ চললে সে তাকে ভালবাসে। আর যে আল্লাহর হুকমের বিপরীত চলে, তাকে সে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই ঘৃণা করে ও খারাপ জানে। এসবই ঈমানের পরিপূর্ণতার প্রমাণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।