আমি খুবই সাধারণ আবু দারদা (রাযি) এর প্রতি নাবী (সা) এর উপদেশ
আবু দারদা (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু (রসুলুল্লাহ) আমাকে উপদেশ দিয়েছেন:
১. তুমি আল্লাহর সাথে শারীক করবে না, যদিও তোমাকে খন্ড বিখন্ড করা হয় বা আগুনে জ্বালিয়ে দেয়া হয়
২. ইচ্ছা করে ফারয সলাত ত্যাগ করবে না। যে ব্যক্তি ইচ্ছা করে ফারয সলাত ত্যাগ করবে তার উপর থেকে ইসলাম প্রদত্ত নিরাপত্তা উঠে যাবে।
৩. মদ পান করবে না। কারণ মদ হচ্ছে সকল মন্দের চাবিকাঠি।
(ইবনু মাজাহ ৪৩০৪)
-মিশকাত তাহক্কীক আলবানী হা/৫৮০।
হাদীসটি হাসান সহীহ। যদিও এর ভিতরে শহর বিন হাওশাব দুর্বল স্মরণশক্তির কারণে যইফ। তবে এর শাহীদ হাসান রয়েছে। যেমনটি ইমাম বুখারী আদাবুল মুফরাদে এই সানাতে রিওয়ায়াত করেছেন।
ইমাম আলবানী হাদীসটিকে হাসান বলেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।