আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস -৪৬

আমি খুবই সাধারণ আজ পরীক্ষা থাকায় গতকাল প্রতিদিনের হাদীস পেশ করতে পারিনি। মুহাম্মাদ ইবনু আমার ইবনু হাসান ইবনে আলী (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা জাবির ইবনু আবদুল্লাহ (রাযি)কে সলাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। উত্তরে তিনি বললেন, রাসূল (সা) যুহরের সলাত আদায় করতেন দুপুর ঢলে গেলে। আসরে সলাত আদায় করতেন, তখনও সূর্যের দ্বীপ্তি থাকতো।

মাগরিবের সলাত আদায় করতেন সূর্য ডুবলেই। আর ইশার সলাত যখন লোক অনেক হত তাড়াতাড়ি পড়তেন। আর লোকজন কম হলে দেরী করতেন। আর ফাজরের সলাত আদায় করতেন অন্ধকার থাকতে। - মুত্তাফাকুন আলাইহ।

মিশকাত তাহক্বীক আলবানী হা /৫৮৮। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।