আমাদের কথা খুঁজে নিন

   

অনুপম রায়ের দুরবীনে চোখ না রাখা দ্বিতীয় পুরুষ!

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!! বাংলা গান শুনেন নিয়মিত এমন শ্রোতাদের কাছে অনুপম রায় একজন অনবদ্য গায়কের নাম। অনুপমের সাথে সকলের পরিচয় হয় আসলে অটোগ্রাফ সিনেমাতে গানের মাধ্যমে। কিন্তু এর অনেক এগে থেকেই গান গেয়ে চলেন এই যুবক। আনুষ্টানিক প্রথম এলবাম ছিল-দুরবীনে চোখ রাখব না। এরপর চলে সিনেমার জন্য গান করার ব্যাস্ততা আর নিজের দ্বিতীয় এলবামের কাজ।

অনেক খুজেন দ্বিতীয় এলবামের নাম নিয়ে। অবশেষে নাম ঠিক করেন- দ্বিতীয় পুরুষ। অনেকেই অনুপমের শুধু সিনেমার গানগুলোই শুনেছেন। একক এলবামের গান অনেকে খুজেছেন। সবগুলো একসাথে খুজে পাননি,কিংবা ডাউনলোড করার তেমন ভাল সাইট খুজে নিতে সক্ষ্যম হন নি।

আমার অনেক বন্ধু আমাকে ফোন করে বলল অনুপমের নতুন এলবাম পাবে কোথায়। তাই ভাবলাম সবার জন্য লিংক টা দিই। দুরবীনে চোখ রাখব না দ্বিতীয় পুরুষ যারা অনুপমের গান এখনো শুনেননি তারাও শুনে দেখতে পারেন। আশাকরি সবার ভাল লাগবে। আমি আবার অনুপমের গান খুব বেশি শুনি,তাই বলতে পারি- গানের কথা এবং সুর অসাধারন।

ভাল না লাগলে পোস্টে মাইনাস দিয়ে যান। সবাই ভাল থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.