আমাদের কথা খুঁজে নিন

   

অনুপম ভালোবাসা

পথের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু ভালোবাসা কুড়িয়ে নিয়ে যাই সঙ্গে মিষ্টি বিতানের সম্মুখে একটি সদ্য যুবতী হয়ে উঠা, উর্বশী ঠাঁয় দাঁড়িয়ে... তাঁর অপেক্ষমান দুটি চোখ বড় অমায়িক ইস ! প্রেমিকের জন্যে প্রতীক্ষা কি মধুর... ক্ষুধার্ত মা ঘুমিয়ে আছে ফুটপাতের বিছানায় ক্ষিপ্র যন্ত্রণার জঠরে উলঙ্গ শিশুটি চুষে নিচ্ছে মায়ের স্তন ক্ষুধার রাজ্য যখন কামড়ে খেতে চায় মাটি ছিঁড়ে খেতে চায় ডাস্টবিনের ময়লা-রুটি সেইক্ষণে কিছুই করেনি তাঁর মা দুগ্ধহীন বাঁটে শিশুটির মুখ বোধহয় দুগ্ধহীন বাঁটের স্বন্তনা টুকুই তাঁর আহার ! শিশুটির জন্যে মায়ের ভালোবাসে দেখে আমি থমকে দাঁড়াই... ক্ষুধার্ত তবুও কি অনুপম ভালোবাসা... এইভাবে, এই ভবে মানবতা উঠে যাওয়ার সায়াহ্নে আমিও কিছু ভালোবাসা কুড়িয়ে নিয়ে গুচ্ছিতো রাখি এই বক্ষে যখন আমি শেষ গোধুলিতে প্রান্তে সেই ভালোবাসাটুকু রেখে যাবো তোমাদের জন্যে........... বিষাদ আব্দুল্লাহ, বিকালবেলা ,২৯/০৫/২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.