আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা থেকে শুরু হয়ে শেষ হল শহীদ মিনারে..দাবী পরিমল ও তার সহযোগীদের দ্রুত দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত।

শহীদ মিনারের আজকের মানববন্ধন এর কিছু ছবি ভীষণ ব্যস্ত একটি দিন কাটল। ভাল লাগছে সফলভাবে সব শেষ হওয়ায়। আর আরো ভাল লাগছে আন্দোলনে নতুন নতুন মানুষ আর সংগঠন যুক্ত হওয়ায়। যেমন আজকে আমাদের শহীদ মিনারের মানববন্দন অনুষ্ঠানে সংহতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন, অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক গীতি আরা নাসরিন, ড. কাবেরী গায়েন, ভিকারুন নিসার শিক্ষক আফরোজা খানম , ঢাবি শিক্ষক জোবায়দা নাসরিন কনা, তানজিম উদ্দিন খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেহনুমা আহমেদ, শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও গণসঙ্গীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম, অভিনু কিবরিয়া ইসলাম, সারা জাকের সহ নাম না জানা আরো অনেকে। মঙ্গলবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনকে প্রতিবাদে প্রতিবাদে মুখর করে তোলে একদল তরুণ-তরুণী।

তাদের তারুণ্য মাখা কণ্ঠস্বরে প্রতিবাদের একটাই ছিলো ভাষা-‘বন্ধ হউক নারীদের ওপর যুগ যুগ ধরে চলা যৌন নির্যাতনের ধারা’। তরুণদের এই প্রতিবাদের সাথে সংহতি প্রকাশ করেন অভিভাবক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষ। ভিকরুন্নিসা নূন স্কুলে সম্প্রতি শিক্ষক নামধারী পরিমলের ছাত্রী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও তার বিচারের দাবিতে মূলত এই মানব্বন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। পরিমল তার সহযোগীদের শাস্তির আজকের প্রথম মানববন্দনটি হয় ভিকারুন্নেসার বসুন্ধরা ক্যাম্পাসের সামনে। এরপর ভিকারুন্নেসার ধানমন্ডি ক্যাম্পাসেও একই দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এরপর জাতিয়াতাবাদি মহিলা দল দুপুরে তাদের পল্টন অফিসের সামনে থেকে বের করে বিক্ষোভ মিছিল।

বিকেলে প্রেসক্লাবের সামনে পরিমল এবং আরেকটি ইস্যুতে মহিলা ফোরামের মানববন্ধন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।