সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
ভরপেটেই আবার ভাত ভাল না
অকারণ বদহজম...
আপাত: নিরংকুশ বিজয় হলেও
তুমিই শকুন মানুষ, আবার পরমহুর্তে
মানুষ শকুন,
বাজা বাগানে সব ফুলই প্লাষ্টিক আর টেকসই
আচমকা এক চড়েই ভেঙ্গেচুড়ে একাকার।
তোমার, তোমাদের কথা আর বাতাসাকে
এবং তেত্রিশ কোটি দেবতাকে কোন একদিন
সালাম জানাবে টয়লেটে।
ভেজা ত্যানায় চিপটে পান্ডুলিকা,
কোনদিন তীব্র সমায়ের ঘ্রাণ-
শুযোরের বসতে জমে ওঠা বসুন্ধরা শহর।
আর রাস্তায় হাত পাতা বিষন্ন শিশু- একদিন বিস্ফোরণ।
শুয়োর খাওয়া মহাপাপ
কৃষকের দখলী ভিটে আর বসুন্ধরা শহর কি মহাপাপ নয় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।