আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! এক চিলতে আকাশে সাদা মেঘ উড়ে যাচ্ছে..... পাখি মেলছে ডানা. পথ যে তার অচেনা....! তবু্ও পথের খোঁজে প্রতি দিন উড়ে বোকা পাখি.. ডানা মেলে আকাশের গভীরে........! শাহবাগ মোড়ে সন্ধা নামে ধ্যান ভেঙ্গে কবিরা ঘরে ফিরে পাখি তখনও উড়ে.......! ................ বুকের ভেতর মেঘ জমেছে .কালো কালো মেঘ পাখি তো আর উড়ে না... কবিরা তো আর কবিতা লেখে না..। সাদা মেঘের অপেক্ষায় ক্লান্ত পাখি কেবল ডানা ঝাপটায়............। কেবল ঝিমায়, অপেক্ষায়........! বি. দ্র.. ইহা কবিতা বা কোন ধরনের কোন সাহিত্য নয়। কেবল এই ব্লগারের মনের ভাব.....! তাই এই বাক্য গুলোকে সাহিত্যের চোখ দিয়ে দেখবেন না..........!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।