আমি খুবই সাধারণ পায়খানাতে প্রবেশ করার দুআ:
যায়দ ইবনু আরকাম (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, এসব পায়খানা স্থান হচ্ছে শয়তান হাজির হবার স্থান। তোমাদের মধ্যে যারা পায়খানায় আসবে তারা যেন এই দুআ পড়ে:
আউযূবিল্লাহি মিনাল খুবছি ওয়াল খাবায়িছ।
অর্থ: আমি নাপাক নর-নারী শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। ( আবুদাউদ ৬, ইবনু মাজাহ ২৯৬, আহমাদ ১৮৮০০)
-মিশকাত তাহক্কীক আলবানী হা/৩৫৭
ব্যাখ্যা: মানুষ পায়খানায় গেলে সতর খুলতে হয়।
এ সময় সে আল্লাহর যিকর করতে পারে না, তার মনে শয়তানের ওয়াসওয়াসাহ ও শুড়শুড়ি দিতে চেস্টা কর। এজন্য রসূলুল্লাহ (সা) এই দুআ পড়ে পায়খানায় যেতে বলেছেন। তাহলে শয়তান পূর্ব থেকে দূরে সরে যায়।
এই দুআটির আরবী ও বাংলা উচ্চারণ পেতে নিচের বইটি ডাউনলোড করতে পারেন । এতে অনেক দুআ আছে সাথে রয়েছে আরবী ও বাংলা উচ্চারণ।
তবে আরবী থেকেই পড়া উত্তম। কারণ এতে মাখরাজ ঠিক থাকে।
দুআ'র বই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।