সহজ সরল ১। ১২ ই মার্চ ২০১৩ তে সারাদেশে ভিটামিন এ ক্যাপ্সুল খেয়ে শিশুরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর টিকে একটি গুজব উল্লেখ করে পরের দিন চান্দের আলুতে রিপোর্ট প্রকাশিত হয় এবং আগের দিন থেকে ফেইসবুক স্ট্যাটাসে ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে আমাদের অনেক জ্ঞানী গুনীজন রঙ চং দিয়ে বিভিন্ন কাব্য উপন্যাসের মাধ্যমে এটাকে সরকার বিরোধীদের রাজনীতি বলে উল্লেখ করেন... এতে আমরা সাধারণ দেশবাসী বেকুব থেকে বেকুবতর হই। ২। আগের দিন যেটি গুজব ছিল পরের দিন সেটি দৈনিক চান্দের আলুতে সেটি খবর হয় এভাবে 'ভিটামিন এ খাওয়ার পর অনেক শিশু হাস্পাতালে',[ লিঙ্ক] জ্ঞানী গুনীজনদের অনেকই গোপনে তাদের স্ট্যাটাস সরিয়ে নিলেও যেহেতু এখানে রাজনীতি হয়েছে তাই তারা এটা নিয়ে সচেতনভাবেই কিছু বলা থেকে বিরত থাকেন... ... উনাদের এই রকম আচরণে আমরা আবারও বেকুব বনে যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।