শাকিলা তুবা দীর্ঘ নীরবতার পর তুমি কথা বললে ভেবেছিলাম পাশার শেষ দানটা আমি দেব খেলা বাকী থাকতেই বিড়াল খেল ইঁদুর কাল মাঝরাতে সুন্দরীরা নিয়ে গেছে রাজকুমার তুমি বৃথাই এতটা পথ হেঁটে এসেছ। সবে শেষ হয়েছে রাতের আকাশে নকশা বোনা একটা তারা বালিশে গুঁজে রাখতে গিয়েই হলো বিভ্রাট খুচরো পয়সাগুলো ছড়িয়ে গেল তারার ঝিলিকে তুমি তখনো নির্বাক আমার হাতে তুলে দিচ্ছ কাগুজে নোট অসভ্য চাঁদটা শুধু শুধুই হেসে ফেললো ফিক করে। বলতো সুর্মা মাখা চোখ জল ধেবড়ে দেয় কি করে? সঠিক উত্তরটা জানে ঐ বনজ বাতাস যার কোমরবন্ধনীতে কারুকাজ করা ছুরি দেখেছি আর এগুবে না, ঠিক ওইখানে থেকে যাও একবার রগড় করে আসি তেলাপোকাদের আসরে। তুমি এসেছ অনেক পথ পেরিয়ে জানি ক্লান্তি মুছিয়ে দেবার রুমালটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।