অনিশ্চয়তার পথে একাকী হেঁটে চলা যে ছেলেটা রোজ সকালে আমাদের জন্যে খবর নিয়ে আসত, সে নিজেই এইমাত্র একটা খবর হয়ে গেল! ভি আই পি গাড়ি বহরের ইশারা পেয়ে ট্রাফিক যখন হঠাৎ সিগনাল ছেড়ে দিল,হাত ফস্কে পড়ে যাওয়া ২ টাকার ময়লা নোটটা হাতে মাঝরাস্তা থেকে দৌঁড় দিল ছেলেটা।কিন্তু লেটেস্ট মডেলের প্রাডোটার শক্তিশালী ইন্জিনের সাথে পেরে উঠলনা...হাড় ভাঙার বিশ্রী শব্দ,উন্মাতাল গাড়ির হর্ন আর ব্যাস্ত জনতার কোলাহল ছাপিয়ে 'মা' বলে ছেলেটার আর্তনাদ আমরা কেউ শুনতে পাইনি... শুধু দেখলাম শাহবাগের পিচঢালা অমসৃন পথটা রক্তে লাল হয়ে যাচ্ছে।ভিজিয়ে দিচ্ছে খবরের কাগজের বান্ডেলটাকে...কয়েকটা কাগজ রক্তের ভয়ে বাতাসের কোলে ভেসে দূরে সরে যায়।তবু যেন শেষ রক্ষা হয়না ওদের...উড়ে গিয়ে চাপা পড়ে যায় আরো কয়েকটা ছুটন্ত গাড়ির চাকার তলায়।পড়ে থাকে সদ্য মাংসের দলা হয়ে যাওয়া এক নাম না জানা কিশোরের শরীর... রক্তে ভেসে যেতে থাকে খবর..."আরো ৩০০ শুল্কমুক্ত গাড়ি আমদানির অনুমতি"... চলে যেতে থাকা গাড়িটাকে ধাওয়া করেছিল কয়েকজন।গাড়ির সামনে লাগানো নীরব ক্ষুব্ধতায় উম্মাতাল উড়তে থাকা লাল সবুজের ছোট্ট পতাকাটা ওটাকে পেরিয়ে যেতে বাঁধা থেকে বাঁচিয়ে দেয়! ব্যার্থ মানুষগুলোর অশ্রাব্য খিস্তি যেন তাদেরকেই উল্টো তিরষ্কার করছিল। যে ছেলেটা রোজ সকালে আমাদের জন্যে খবর নিয়ে আসত, সে নিজেই এইমাত্র একটা খবর হয়ে গেল!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।