আসসালামুআলাইকুম মাহফুজশান্ত ভাই,আমি সামুর একজন নতুন সদস্য। এই কারনে আপনার এত সুন্দর একটি পোষ্টের মন্তব্য করতে পারছি না। বাধ্য হয়েই আমি আমার নিজস্ব ব্লগে আপনাকে ধন্যবাদ জানাব বলে লিখছি। জানি না আমার এলেখা আপনার দৃষ্টিগোচর হবে কি না। আপনি অনেক সুন্দর করে কোরান-হাদীসের আলোকে তালাক সমন্ধে যে বিশদ আলোচনা করেছেন তা সত্যিই প্রসংসার দাবীদার।
আপনি এত সহজ-সরল ভাষায় উপস্থাপন করেছেন যে কেউ বুঝতে পারবে। আসলে সত্যি বলতে কি আমাদের পড়ার মধ্যে আর বুঝার মধ্যে অনেক ফারাক আছে। আর তাই যদি না হয় তাহলে ডিগ্রীধারী মাওলানারা কেন কোরান-হাদীস অনুসারে এসব বিষয়ে কাজ করেন না?কেন তারা সাধারন মানুষকে ভূলপথে পরিচালিত করেন। আপনি যথার্থই বলেছেন,কোরান-হাদীসের নিয়মকানুন মানুষের জীবনকে সহজ,সরল,সুন্দর করে তুলে। কিন্তু ধর্মব্যবসায়ীরা কোরান-হাদীসের অপব্যাখ্যা করে মানুষের জীবনকে জটিল করে তুলছে।
আপনার এ পোষ্টটি আমার কাছে অনেক অনেক ভাল লেগেছে। আমি ধৈর্যসহকারে আপনার লিখাটি পড়েছি। কোন এক ভাই মন্তব্য করেছেন লিখাটা নাকি অনেক লম্বা হয়ে গিয়েছে,আমি তাকে উদেশ্য করে বলছি ,ভাই যে কোন কথা সহজ-সরল ভাষায় লিখতে বা বলতে একটু লম্বা হবেই বা সময় লাগবেই। আর মনে রাখবেন ধৈয্য ঈমানের অঙ্গ। আমরা না বুঝেই অনেক বেশী বুঝি বলেই আজ আমাদের এই অবস্থা।
তালাক সমন্ধে আপনার এ লিখাটি পড়ে সাধারন মানুষ জানবে আল্লাহতালা কোরানে কি বলেছেন। সাধারন মানুষ উপকৃতহবে। আর দূর হবে সমাজ থেকে ভ্রান্তধারনা,মানুষের জীবন হবে সুন্দর। আল্লাহতালার কাছে প্রানভরে আপনার জন্য দোয়া করছি,তিনি যেন আরো এরকম সুন্দর সুন্দর পোষ্ট লিখার তৌফিক দান করেন। ...আল্লাহ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।