বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
সোহেল চৌধুরী বলেছেন: দাদা কি কোলকাতার?
আরও কিছু জিনিস হয়ে গেলে ষোলকলা পূর্ণ হত। যেমন
১। বাংলাদেশের টাকা উঠায়ে ভারতীয় রূপী চালু করা। একই কারন, রূপীর চেয়ে টাকার মান কম।
২।
বাংলাদেশের সব গামেন্টস বন্ধ করে ভারতীয় কাপড় আমদানী করা। কারন ভারতীয় কাপড় অনেক সস্তা।
৩। বাংলাদেশের সকল আর্মড ফোর্স উঠায়ে দেশ রক্ষার ভার ভারতীয় আর্মড ফোর্সের হাতে সমর্পন। ইত্যাদি।
৪। বাংলা ভাষা উঠায়ে হিন্দী ভাষা চালু করা। (অবশ্য ভারতীয় মুভি চালু হলে ৫/৬ বছর পর এমনিতেই সবাই হিন্দীতে কথা বলা শুরুকরবে। কলকাতার মত। সুতরাং ভাষা নিয়ে চিন্তার কিছু নাই!)
হ্যা আমিও ভারতীয় সিনেমা দেখি।
হয়ত বছরে ২/৩ টা। এখন আমরা বছরে ২০০/৩০০ টা ভারতীয় সিনেমা দেখব। কি মজা! বাংলা ভাল ছবি তৈরীর একটা ট্রেন্ড চালু হচ্ছিল। সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ভালই হল, বাংলা ছবি কতখানি আর আগাত?
Click This Link পোষ্ট থেকে সূত্রপাত ।
ভারতীয় বাঙ্গালী ব্লগার আহ্লাদিত হয়ে সুন্দর করে পোষ্ট করেন ।
এর বিপরীতে ব্লগার সাহেব সোহেল চৌধুরী উপরোক্ত ৪ দফা ১৬ কলা পূর্ণ করার আহ্বান জানান । উনাকে ++
---------------------------------
আসেন বাংলার মা বোনদের নিয়ে আর স্ত্রীরাও যারা ভারতীয় নাটক সিনেমা দেখে কলার মত পেকেঁ গিয়েছেন । আর বাচ্চা বাবুরাও যারা হিন্দীতে কথা বলিতে ওস্তাদ । আসেন সবাই মিলে ৪ দফা আন্দোলন করে ।
দেশকে ভারতীয় প্রদেশের আবেদন করে ।
এতে আমাদের অর্থনীতে চাঙ্গা হবে ।
-------------------------------------
বুঝলাম সবই আমাদের কোন সিনেমা নাটক বা চ্যানেল কি ভারতে সাবলীলভাবে চলে ??????????????????????????????????????????????????
চলে না ।
সুতরাং কেন এই রকম .. করা হচ্ছে । শালার ওয়ালীগ আর বিম্পি দেশটাকে বিক্রী করে কাঠাল ভেঙ্গে খাচ্ছে ।
আর শালীর দেশের জনগন ঘুইরা ঘুইরা ৫ বছর পর পর এদেরকেই চুমা দিয়ে দিয়ে সরকার গঠন করিয়ে দেয় ? !!!!!!!!!!!!!!!!!!!!!
আজব ।
তো ।
আমরা কি পারি না মাহাথির মোহাম্মদ হতে ?
গালি দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী । মেজাজটা বুড়াই বিলা হয়ে গেছে ।
ভারতীয় সিনেমার যেমন ভক্ত আমি তেমন হলিউড, জাপানীজ, চাইনিজ, থাই, কোরিয়ান, ফ্রেঞ্চ মুভির জটিল ভক্ত ।
কিন্তু এই বলে আরেক দেশ টোটাল এ্যাটাক করবে আমাদের সাম্রাজ্যে তা মানতে পারি না ।
আজ বাংলা সিনেমার উথ্থান হচ্ছে । এত খারাপ না. জাগো, থার্ড পারসন, সার্চ নতুন বাংলা মুভি গুলি ।
সুতরাং কেন ভারতীয় আগ্রাসন ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।