অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আইনের প্রতি অনেক সম্মান প্রদর্শন করেন। উনি আইনের শাসন মেনে চলেন। বিচারবিভাগ তত্বাবধায়ক ব্যাবস্থা বাতিল করে দিলো তাই তিনি নাচতে নাচতে ঘোষনা দিলেন যে এই সিস্টেম আর চলবেনা। এর মত অগনতান্ত্রকি পদ্ধতি আর হয় নাকি, যেখানে একজন হঠাত করে এসে ক্ষমতা দখল করে বসে আর নামতে চায়না। পরে আমাদেরকেই আবার নাকানি চোবানি খাওয়ায়।
"আমার পেটের ছাও আমারে ধইরা খাও" তাই না? হবে না আর না, এবার ক্ষমতায় আমরা আছি, সংখ্যাগরিষ্ঠতা ও আছে তাই যা করার এখনই করতে হবে।
কিন্তু একবার কি উনি ভাবেন না এই ব্যাবস্থার জন্য কত আন্দোলন কত সংগ্রাম উনি করেছেন, বাংলাদেশে উনার ব্যাক্তগত রাজনৈতিক ইমেজ সৃষ্টি হলোই এই তত্বাবাধায়ক ব্যাবস্থার জন্য আন্দোলন করতে গিয়ে, কতগুলো মানুষ উনার কথায় নাচতে গিয়ে প্রাণ হারালো আর কতজন পঙ্গু হলো? এখন উনি আবার ঘুরে গেছেন। দেশের মানুষগুলো আপনাদের তুলনায় না হয় বোকা ই, তারা এত প্যাচ বুঝেনা কিন্ত তারা তো মানুষ, তাদের একটু বাঁচতে দেন। এখনও সময় আছে দুই হাতে ক্ষমা চান যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমরা এখন সঠিক পথে আসতে চাই। আমাদের মাফ করে দেন।
বর্তমান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, আপষহীন নেত্রী হিসেবে উনার বেশ পরিচিতি আছে, উনি এখন প্রাণপনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিল না হয়, কেননা যদি আওয়ামীলীগ ক্ষমতায় থেকে নির্বাচন করায় তাহলে স্বয়ং শেখ মুজিব এর ও সাধ্য নাই নির্বাচন শুষ্ঠু করার। আর তার নিজের সময়ে তিনি যেভাবে প্রশাসনকে সাজিয়ে রেখে এসেছিলেন নির্বাচনের জন্য, আওয়ামীলীগ কি তা করবেনা?? তাই তত্বাবধায়ক লাগবেই লাগবে। কিন্তু মাননীয় নেত্রী আপনি কি ভুলে গেছেন এই ব্যাবস্থাকে আপনি ই পাগলামি বলেছেন, আপনি ই বলেছেন "দেশে শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না" আর যেহেতু শিশুরা রাষ্ট্রক্ষমতা নিতে পারবেনা তাই পরবর্তী তত্বাবধায়ক সরকার হিসেবে কিছু পাগলকে পাচ্ছি আমরা। একবার কি ভেবে দেখেছেন পাগলে দেশ চালায় এটা কেমন হয়?? আপনার তখনকার জেদ এর কারণে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আবার কয়দিন পরে নির্বাচন হয়েছে, রাজপথ আন্দোলনের রক্তে রঞ্জিত হয়েছে, আপনার সন্তানের জন্য দেশের মানুষের ভালবাসা দেখেছেন?? তারা হরতাল পর্যন্ত করল আপনার আহ্বানে, অথচ দেশে কত সন্তান আপনার এরকম সিদ্ধান্তের জন্য মৃত্যুবরণ করছে তাদের জন্য আপনি কি করছেন?? এসি রুমে বসে বসে দাবার ঘুটি নাড়াচ্ছেন?? এখন ও সময় আছে ক্ষমা চান, হাত জোড় করে দেশবাসীকে বলেন, ভুল হয়েছে, মাফ করেন এখন থেকে ভালো মত চলবো, আপনাদের কথা ভাববো।
ইসলামীক আন্দোলনের মাননীয় নেতারা, আপনাদের প্রতাপ এখন দেখা যাচ্ছে দুই দলের থেকে বেশী, কেননা দেশের অধিকাংশ মানুষ ই মুসলমান, যদি তাদের ধর্মীয় অনুভুতিতে একটু নাড়া দেওয়া যায় যে দেশ তো যাচ্ছেই রে ভাই ইসলাম গেলো, নবী গেলো,কুরআন গেলো; আর পায় কে?? মানুষ বাধ্য হয়েই নামবে না হলে তো ঈমান ই থাকবেনা।
বেহেশ্তের পথ বন্ধ হয়ে যাবে। নেতারা একবার কি ভেবে দেখেছেন রাজনৈতিক দলের নামে আপনারা এইসব আন্দোলন ডাকছেন, আচ্ছা আপনারা কত শতাংশ নাগরিকের প্রতিনিধিত্ব করেন, ভোটের হিসাবে??? কোন অধিকারবলে দেশের মানুষগুলোকে নাস্তানুবুদ করছেন?? আগামী ৩ তারিখ হরতাল আবার ১০-১২ তারিখ ৩০ ঘন্টার হরতাল ডাকলেন আপনারা আপনাদের ধর্মীয় অনুভুতির কথা বলে। আপনারা রাষ্ট্রধর্ম পেলেন, সংবিধানে বিসমিল্লাহ ও পেলেন, সুবাহানআল্লাহ। কিন্তু আর কি দরকার?? একটাবার কি ভেবে দেখেছেন আপনাদের ডাকা হরতালের দিনগুলোতে দেশে হিন্দু ধর্ম মতালম্বীদের অনেক বড় একটা উৎসব রথযাত্রা উদ্যাপিত হবে। এটা দুইদিন হয় এক সপ্তাহ অন্তর।
কিন্তু আপনারা এই দুই দিন ই হরতাল ডাকলেন এটা কি কাকতালীয় বলবো? নাকি ইচ্ছাকৃত ভাববো। আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে যদি এভাবে হরতাল ডাকা হতো, তবে আপনারা কি অনুভুতি ব্যাক্ত করতেন??? আর একটা হরতালে কি সরকার তার যায়গা থেকে সরে আসবে??? তাহলে মানুষকে কেন এত দুর্ভোগ দিচ্ছেন??? ক্ষমা চান, ভুল করছেন, তওবা পড়েন, দুই হাত তুলে আল্লাহক বলেন হে আল্লাহ ভুল করছি, আপনি দয়াময়, আপনি ক্ষমা না করলে জীবনে ও শান্তি পাবনা। ক্ষমা করুন আমাদের, এখন থেকে ভালো হয়ে চলবো। । ।
।
[color=blue]জানি আপনারা ক্ষমা চাবেন না, তবু বলবো সময় একদিন সাধারণ মানু্ষের আসবে। সেদিন রক্ষা পাবেন না। জানিনা সেই সময় কবে আসবে, তবে আসবে এটা নিশ্চিত। কত মা'র বুক আর খালি করবেন আপনারা?? ক্ষমা প্রার্থনা করুন।
[/color] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।