আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমশ বদল হয় তোমার ভালোবাসার মন

= শাফিক আফতাব = দিন যায় ; মুত্তিকার শরীর পড়ে আস্তরণ, নদীরা ভরাট হয়, স্মৃতিরা সঞ্চিত হয় কালের গহবরে, ক্রমশ বদল হয় তোমার ভালোবাসার মন ; পাঁজরের খুঁিট হয়ে আসে নড়বড়ে। পৃথিবীর শরীর দেখে, মানুষের সাথে একাত্মতায় প্রজ্ঞা বাড়ে, হরেক অভিজ্ঞতা সঞ্চিত হয়ে হয় দুধের সর ; বিখ্যাত উক্তি কিংবা বাণী রচিত হয় জীবনমন্থনজ্বরে ! প্রস্থানের সময় আসে ভীষন তৎপর। কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর শ্রমের নির্যাসে ছিনিয়ে আনি সাফল্য ; ভোগের জন্য সাজাই জীবনের ডাইনিং-এ, মৃত্যুর দূত নিমন্ত্রণ দেয়, আপনার প্রস্থান আগামীকল্য ; গলা ধরে পাশে এসে কাঁদে আমার অর্ধাঙ্গিনী প্রিয়ে। এ জীবন ক্ষীণ, কিছু নয়, যেন হাতপাখার বাতাস ; কতটুকু দেখলাম নদী, নক্ষত্র, প্রান্তর, তারাভরা লাকাশ ! ২৬.০২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।