আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমশ দূরে

Dream Today,Create Tomorrow........

যাচ্ছি চলে একটু একটু করে দূরে হয়তো তোমাদের চোখে কিংবা মনেরও আড়ালে তবুও তো আমি আছি তোমার-ই চারিপাশে ধূলো জমা অতীত হয়ে নতুনের উল্লাসে। একটু করেই বাড়ছে দূরত্ব নিজের-ই অজান্তে,ক্রমশ যাচ্ছি সরে দূরে স্বপ্ন কথা,কল্পণাকে সঙ্গী করে। আগামীকে আমি প্রাধান্য দেই সম্মান অটুট আমার অতীতের প্রতি অতীত আমায় যোগান দেয়,জীবন হিসেবের লাভ-ক্ষতি। হাঁটি হাঁটি পা করে বর্তমান যাচ্ছে চলে অতীতের গহবরে দৃষ্টি মোদের সম্মুখপাণে, নবীন বরনে শুভ হউক মোদের প্রতিটিক্ষণ,দীর্ঘজীবি হউক বন্ধন,ভালোবাসা অতীতকে বিদায় বলি নতুনের মাঝে দেখি আমাদের স্বপ্ন-আশা। সবাইকে............ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা (HAPPY NEW YEAR-2011)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।