আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমশ ................



যখন নতুন করে আর কেউ খুব একটা কাছে ডাকে না পুরোনো মুখগুলো ক্রমশ দূরে সরে যায় তখন বড়ো একা লাগে। যখন কারনে অকারনে কেউ আর খুব একটা ভাব জমায় না চেনা মানুযগুলো ক্রমশ অচেনা হয়ে যায় তখন বড়ো কস্ট হয়। যখন বাসী ফুলগুলো সমস্ত গন্ধ হারিয়ে নি:স্ব হয়ে চেয়ে থাকে আগের মত ফুল দানিটা আর কেউ সাজায় না তখন কাদতে ইচ্ছে করে। যখন হঠাৎ বৃস্টি নামে ওপারের গাছপালা সব ঝাপসা হয়ে আসে কাছের পৃথিবীর সাথে দূরত্বটা ক্রমশই বেড়ে যায় তখন শেয হয়ে যাই। যখন সন্ধে বেলা দূরে কোথাও শেয়াল ডাকে অবিরাম বুঝতে পারি শিয়রে কার যেন পদধ্বনি তখনই মৃত্যু আমাকে ডাকে....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।