আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমশ মুক্তির পথে

নির্মল বিস্বাসের মৌলিকতায়
আমি পথ হাটিতেছি ;
কখন সবুজ উদ্যান পেরিয়ে
মরুর বুকের শুস্কতায়।
পেরেছি কি মুক্ত হতে?
মুক্ত মননে অনাবিল উড়ন্ত পাখির ডানা।
জীবন থেকে মুছে নিতে পেরেছি কি?
অতীতের কুজ্ঝটিকাময় আমার ইতিহাস।
কেউ এসে ধুয়ে দিবে জলে,আমার মলিনতা ।
তারপর,
আমি তিলোত্তমা হবো মুক্তির পথে পথে
অগনন মুক্ত কন্ঠের অভিলাষ নিয়ে ।
অতীত মানুষের শব হতে প্রাপ্ত জীবন
পৃথিবীর আদি প্রারম্ভিকতার রহস্যের
পথে পথে কাটাবো সময়,
মুক্ত, মুক্তির অন্বেষণে
এমন তো নয়;
আমি ক্রম মুক্তির অধিকার চাই
কোন সুপ্ত শহরের,
পচা, ভাসি পুজ রক্ত হতে নয়,
অগনন কৃষকের লাঙ্গলের ফলার উতকর্ষে,
আকীর্ন যে জীবন।
সবুজ শীষে বিকশমান বিস্ময়।
মৃত্তির্কার কনায় কণায় প্রানের যে আশ্বাস ।
তার মত;
আমরা মুক্তির ভিতর মুক্ত হতে চাই
সারা রাত্রির বধির কান্নায় জন্ম নেয়া
এক সমুজ্জ্বল আত্নার অরুণোদয়ে
বৃষ্টির লাবণ্যময় ধারায়
যে জীবন সুপ্ত থাকতে জানে শক্তিতে
জাগ্রত থাকতে জানে প্রয়োজনে ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।