রিজওয়ানুল ইসলাম রুদ্র
ছায়াবদ্ধ কাচের এক ঘরে ম্রিয়মাণ সূর্যরশ্মি ছুঁয়ে
পশ্চিমের জানালা ঘেঁসে আঁধার নেমে আসে
সন্ধ্যার অক্লান্ত গোধূলি জুড়ে দেবতার দীর্ঘশ্বাস
অজস্র ধাতব পাথর আর কৃত্রির রজনীগন্ধা স্টিক
প্রেমিকের বিদীর্ণ চোখে অশ্রুর দানা জমাট বেঁধে
হয়ে ওঠে অ্যান্ডারসনের রূপকথা, নি:সঙ্গ মেঘের
দল আর হলুদ শস্যদানা, গাঁজার ধোয়াঁশায় পুড়তে
থাকে উন্মত্ত কিশোরীর কম্পিত ঠোঁট... আদিম
বৃক্ষের বনে হাহাকার করে বুনো বৃষ্টির ফুল
ভালোবাসার মৃতস্বর শুনে কেঁপে উঠে নিমগ্ন বাউল
হাজতের নি:স্তব্ধ কোণে নৃত্যরত শবের মিছিল
চারদেয়াল নি:সঙ্গতা আর মন্ত্র-বিমুগ্ধ গাঙচিল
তবুও অর্থহীন শহরে কারাবদ্ধ কবিতা আর নির্ঘুম রাত
এক ক্যান বিয়ার, তৃষ্ণার্ত চুমুক, বারবনিতা, ভ্রান্ত সংবাদ
আধুনিক-শ্বাপদের দাপট, নশ্বর প্রেম... শারীরিক
ভোগ-উল্লাস, বিধ্বস্ত শহর জেগে ওঠা রক্তের নদী
অর্থ আর নগ্নতার অবাধ সাঁতার, দুর্ভিক্ষ চোখ
ভেসে যাচ্ছি এইসব নীল সাম্রাজ্য আর নক্ষত্রের উত্থান দেখে
ক্রমশ: ডুবছি ঘন অন্ধকার অতলে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।