আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমশ সুস্থ হয়ে উঠছেন আজম খান

তাশফী মাহমুদ

খ্যাত পপতারকা মুক্তিযোদ্ধা আজম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জানা গেছে, এখনো তাকে নল দিয়ে খাবার খাওয়ানো হলেও, কাগজে লিখে এবং ইশারার মাধ্যমে তিনি কথা বলছেন। মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত এই শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর বড় মেয়ে ইমা খান গ্লিটজকে জানিয়েছেন, ‘বাবা এখন হাসপাতালের চারতলা থেকে হুইল চেয়ারে করে খোলা লনে যাচ্ছেন। সেখানে তিনি কিছুটা সময় হাঁটাচলাও করছেন। চিকিৎসকরা বাবাকে কিছুটা সময় শরীরচর্চা করতে বলেছেন।

মুখের জন্য হালকা কিছু ব্যায়ামও দেয়া হয়েছে তাকে। তবে এখনো পর্যন্ত কথা বলা তার জন্য সম্পূর্ণ নিষেধ। ’ আজম খানের ক্রমশ সুস্থ হয়ে ওঠার কথা জানিয়ে ইমা খান বলেছেন, ‘বাবা এখনও কণ্ঠনালী দিয়ে কথা বলতে না পারলেও, হু-হ্যাঁ করেছেন। তার সঙ্গে গতকাল দুপুরে কথা হয়েছে। ’ ২১ জুলাই বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজম খানের মুখগহ্বরে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এরপর তাকে ২৫ তারিখ দুপুর পর্যন্ত আইসিইউতে রাখা হয়। সেদিন দুপুরেই তাকে বেডে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, পপগুরু খ্যাত দেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর মুখ-গহ্বরে ক্যান্সার ধরা পড়লে ১৪ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।